Cart (0)
Sub Total: Tk 0
Blog
বাংলাদেশের মানুষ প্রযুক্তি ভালো বোঝে: জানালেন এসারের এসোসিয়েট ডিরেক্টর চন্দনা গুপ্ত POSTED ON August 04, 2018 by Mostafa Zaman

বাংলাদেশের মানুষ প্রযুক্তি ভালো বোঝে: জানালেন এসারের এসোসিয়েট ডিরেক্টর চন্দনা গুপ্ত

ভারত ও বাংলাদেশ অঞ্চলের জন্য এসারের এসোসিয়েট ডিরেক্টর-সেলস (কনজিউমার) চন্দনা গুপ্ত ৩ আগস্ট বাংলাদেশে এসেছেন এসার ব্র্যান্ড
বিল্ডিং প্রোগ্রাম উপলক্ষে। আজ ৪ আগস্ট তিনি রায়ন্স নিউজ প্রতিনিধির সাথে এক সাক্ষাতে বাংলাদেশের প্রযুক্তির বাজার নিয়ে কথা বলেন।

বাংলাদেশে আসার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আসলে এসার ব্র্যান্ড বিল্ডিং প্রোগ্রাম উপলক্ষেই বাংলাদেশে এসেছি। কম্পিউটার
ব্যবহারকারীদের এসার ব্র্যান্ড সম্পর্কে সচেতন করতে একই সাথে দক্ষিন-পূর্ব এশিয়ার ২০টি দেশে এই আয়োজন চলবে’।

বাংলাদেশের প্রযুক্তির বাজার সম্পর্কে তিনি বলেন, ‘ভালো…তবে বাংলাদেশের বাজার প্রসারিত হচ্ছে না। বেশ কিছুদিন থেকে একই জায়গায় রয়ে গেছে’।

তিনি আরও বলেন যে কিস্তি সুবিধা বা লোনের ব্যবস্থার মাধ্যমে মানুষকে প্রযুক্তি পণ্য কেনার ব্যাপারে আগ্রহী করা যেতে পারেন। বাংলাদেশের মানুষ
প্রযুক্তি ভালো বুঝে এবং পছন্দ করে বলে তিনি মনে করেন।

এসারের নতুন পণ্যের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বাংলাদেশের বাজারে আমরাই প্রথম ৮ম প্রজন্মের আই৩ ল্যাপটপ এনেছি। এখন আমরা
গেমিংয়ে দিকে বেশি নজর দিচ্ছি। আমি মনে করি বাংলাদেশে গেমিং পণ্যের ভালো সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দিন দিন তরুণদের আগ্রহ বাড়ছে এবং
অভিভাবকরাও আগের চাইতে এ বিষয়ে সহনশীলতা দেখাচ্ছেন’। চন্দনা গুপ্ত আরও জানিয়েছেন, নিট্রো, প্রিডেটরের মতো গেমিং সিরিজের পণ্যগুলো নতুন
কনফিগারেশনে, আরও ভালো পারফরমেন্স নিয়ে আসছে।

Share This!
Comments

No Comments

Leave a comment